Home মত-মতান্তর স্রষ্টা নির্ভরের উপকারিতা

স্রষ্টা নির্ভরের উপকারিতা

by Jafor Salah
0 comment

আপনি যদি স্রষ্টার উপর নির্ভরশী না হয়ে সৃষ্টির উপর নির্ভর হোন তাহলে অবশ্য আপনার জীবনের শেষ সময়টুকু সৃষ্টির উপর নির্ভরশী হয়ে যাবে । যা আপনার জীবনকে বিভীষিকাময় করবে কখনো শান্তিতে বসবাস করতে পারবেন না, থাকবে শুধু হতাশা। অভাব অনটন লেগেই থাকবে । মনে করুন আজ কোন একটা সমস্যায় পড়ে আপনি অমুক ব্যক্তির কাছে গিয়েছেন ।
মনে করুন আপনার ঘরে খাদ্য নেই বা যে কোন অবস্থাতে আপনি অমুক থেকে সহযোগিতা নিয়েছেন বা মানুষ ছাড়া আপনি অন্য কাউকে সাহায্যকারী মনে করেন না। বা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করা শর্তেও আপনি আল্লাহর কাছে আর্জি পেশ করেন না। এভাবে মানুষ নির্ভরশী হয়ে মানুষের পিছু নিয়েছেন ।
পক্ষান্তরে যদি আপনি স্রষ্টার উপর বিশ্বাস রেখে কোন কিছু করতে শুরু করেন এবং আপনার সমস্যার কথাগুলো আল্লাহকে বলতে থাকেন তাহলে আল্লাহ আপনাকে অফুরন্ত নিয়ামত দিবেন ।
যেভাবে মানুষ জমিনে পানি সেচ দিয়েও ভালো ফসল ফলাতে পরে না। অনেক অর্থ অপচয় করে পানি সেচ দিতে হয় । অথচ মহান রবের ১০ মিনিটের বৃষ্টিতে ফসলগুলোর সজিবতা ফিরে পায় এবং উচ্চ ফলন হয় ।

You may also like