Home লাইফস্টাইল স্ত্রীর কাছে গমনকালে কী বলতে হবে

স্ত্রীর কাছে গমনকালে কী বলতে হবে

by Jafor Salah
0 comment

বিয়ের পর স্ত্রীর কাছে গমনকালে কী বলতে হবে?
স্ত্রীর মাথায় হাত রেখে তার জন্য দোয়া করা:
রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ তোমাদের কেউ যখন কোন
নারীকে বিয়ে করে তখন সে যেন তার স্ত্রীর কপালের
চুল মাথার অগ্রভাগ ধরে বলে:
“আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরাহা, খাইরা মা
জাবালতাহা আলাইহি, ওয়া আউযু বিকা মিন
শার্‌রিহা, ওয়া শার্‌রি মা জাবালতাহা আলাইহি।
অর্থ- হে আল্লাহ! আমি তাঁর কল্যাণটুকু এবং যে
কল্যাণের ওপর তাকে সৃষ্টি করেছেন, অভ্যস্ত
করেছেন সেটা প্রার্থনা করি। আর তার অনিষ্ট
থেকে ও যে অনিষ্টের ওপর তাকে সৃষ্টি করেছেন,
অভ্যস্ত করেছেন তা থেকে আশ্রয় চাই।
[সুনান আবূ দাউদ, হাদিস নং: ২১৬০]
রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ তোমাদের মধ্যে কেউ
যখন যৌন সঙ্গম করে, তখন যেন সে বলে,
‘‘বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনিশ শায়তানা
ওয়া জান্নিবিশ শায়তানা মা রাযাকতানা’’
অর্থ- আল্লাহর নামে শুরু করছি, হে আল্লাহ্! আমাকে
তুমি শয়তান থেকে দূরে রাখ এবং আমাকে তুমি যা
দান করবে তা থেকে শয়তানকে দূরে রাখ।
এরপরে যদি তাদের দু’জনের মাঝে কিছু ফল দেয়া
হয় অথবা বাচ্চা পয়দা হয়, তাকে শয়তান কখনো
ক্ষতি করতে পারবে না।
[সহীহ বুখারী, হাদিস নং ৫১৬৫]
আবার বিয়ের রাতে কোন কোন সলফে সালেহীন
স্বামী-স্ত্রী একত্রে দুই রাকাত নামায আদায় করাকে
মুস্তাহাব হিসেবে গণ্য করেছেন।
আব্দুল্লাহ বিন মাসউদের (রাঃ) কাছে এক লোক এসে
বলল, আমি এক যুবতী মেয়েকে বিয়ে করেছি আমি
আশংকা করছি সে আমাকে অপছন্দ করবে।
বর্ণনাকারী আব্দুল্লাহ বললেন: মিল-মহব্বত আল্লাহর
পক্ষ থেকে আসে, দূরত্ব ও ঘৃণা শয়তানের পক্ষ থেকে
আসে। আল্লাহ যা হালাল করেছেন শয়তান সেটাকে
তোমাদের কাছে অপছন্দনীয় করে তুলতে চায়, যখন
সে তোমার কাছে আসবে তখন তাকে তোমার পিছনে
দুই রাকাত নামায পড়ার নির্দেশ দিবে।
[ইবনে আবি শাইবা- ১৭১৫৬, আলবানী ‘আদাবুয
যিফাফ’ গ্রন্থে (২৪) হাদিসটিকে সহিহ বলেছেন]
আর আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা বলেনঃ
“আর তোমরা তাদের সাথে সৎভাবে জীবন যাপন
করবে, তোমরা যদি তাদেরকে অপছন্দ কর তবে
এমন হতে পারে যে আল্লাহ্‌ যাতে প্রভূত কল্যাণ
রেখেছেন তোমরা তাকেই অপছন্দ করছ”।
[সূরা: নিসা, আয়াত: ১৯]

You may also like