Home ইসলাম যাকাতের হকদার কারা

যাকাতের হকদার কারা

by Jafor Salah
0 comment

আট শ্রেণীর লোকেরা যাকাতের মাল পাওয়ার বা অধিকারী। যাদের সম্পর্কে পবিত্র কুরআন শরীফে বর্ণিত হয়েছে, তারা নিম্নরূপ

১. এমন নিঃস্ব যে তার রুযি রোযগারে অনুপোযুক্ত ও অক্ষম।
২. দরিদ্র, যার নিকট প্রয়োজনের তুলনায় সল্প সম্পদ থাকে।
৩. যাকাত আদায়ে নিযুক্ত কর্মচারীবৃন্দ।
৪. এ শ্রেণীর কাফির; যাকাত দিলে যাদের মুসলমান হওয়ার সম্ভাবনা রয়েছে অথবা যাকাতের মাল লাভ করলে যারা মুসলমানের উপর কোন প্রকার যুলুম-অত্যাচার হতে বিরত থাকে।
৫. গোলাম আযাদ হওয়ার জন্য।
৬. এমন শ্রেণীর ঋণগ্রস্ত যাদের ঋণ আদায় করার মত অন্য কোন ব্যবস্থা নেই।
৭. মুসলিম মুজাহিদগণ যারা বিনা শ্রমে কাফিরদের বিরুদ্ধ জিহাদ করে।
৮. এমন মুসাফির যে খরচের অভাবে বিদেশ হতে নিজ দেশে ফিরে যেতে না পেরে বিদেশে পড়ে আছে।

You may also like