Home ইসলাম রমযান মাসের বৈশিষ্ট্য

রমযান মাসের বৈশিষ্ট্য

by Jafor Salah
0 comment

রমযানের মাসের বৈশিষ্ট্য
রমযান মাসের বৈশিষ্ট্য অনেক। নি¤েœ কিছু বৈশিষ্ট্য তুলে ধরা হলো Ñ
১. আল্লাহতায়ালা প্রত্যহ জান্নাতকে সুসজ্জিত করে বলেন, অনতিবিলম্বে আমার নেক বান্দারা দুনিয়াবী বিপদ-মুসিবত এড়িয়ে তোমার মাঝে এসে পৌঁছবে ।
২. রমযান মাসে শয়তানকে শিকলে বেঁধে রাখা হয় ।
৩. রমযান মাসে জান্নাতের দরজা খুলে দেয়া হয় এবং জাহান্নামের দরজা বন্ধ করে রাখা হয় ।
৪. রমযান মাসে একটি বরকতময় রাত আছে যা হাজার মাস অপক্ষো শ্রেষ্ঠ। আর তা হলো-লাইলাতুল ক্বদর ।
৫. রমযানের শেষ রাতে সমস্ত রোযাদারদেরকে ক্ষমা করে দেয়া হয় ।
৬. রমযানের প্রতি রাতে জাহান্নাম থেকে অনেক লোককে মুক্তি দেয়া হয় ।
৭. রমযানে বান্দার নেকী দশ হতে সাতশতগুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয়া হয় ।
৮. রমযান মাসে প্রিয় রাসূল রাহমাতাল্লিল আলামীন হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাহি ওয়সাল্লামকে সাইয়্যেদুল মুরসালীন, খাতামুন নাবীয়ীন হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। এমাসে প্রিয় রাসূল নবুওয়াত প্রাপ্তি হন এবং তার কাছে ওহী আসতে শুরু হয়।
৯. রমযান মাসে একটি ক্বদরের রাত্র রয়েছে। ক্বদরের রাত হাজার মাস থেকে শ্রেষ্ঠ।
১০. রমযানে মানুষের হেদায়েতের জন্য আল কুরআন নাযিল করা হয়েছে।
১১. রমযান মাস হলো সত্য প্রতিষ্ঠার এবং মিথ্যার বিরুদ্ধে জেহাদের ।

You may also like