Home ইসলাম রমযান মাসের অবিস্মরণীয় ঘটনাবলী

রমযান মাসের অবিস্মরণীয় ঘটনাবলী

by Jafor Salah
0 comment

রমযান মাসের অবিস্মরণীয় ঘটনাবলী। (Unforgettable events of Ramadan)
১. নবুওয়াতের প্রথম বছর রমযান মাসে ( Hera Cave) হেরা গুহায় পবিত্র কুরআন শরীফ অবতীর্ন হয়।
২. নবুওয়াতের ষষ্ঠ বছর রমযান মাসে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত হামযা রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেন।
৩. নবুওয়াতের দশম বছর রমযান মাসে রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর চাচা আবু তালিব রাদিয়াল্লাহু আনহু এবং খাদীজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেন।
৪. দ্বিতীয় হিজরীর ১৭ রমযানুল মোবারকে ইসলামের প্রথম জিহাদ ঐতিহাসিক ‘গাযওয়ায়ে বদর’ সংঘটিত হয়।
৫. পঞ্চম হিজরীর রমযানুল মাসে খন্দকের যুদ্ধ হয়।
৬. অষ্টম হিজরীর ১০ রমযান জুম’আর দিনে মক্কা বিজয় হয়।
৭. অষ্টম হিজরীর ১৬ রমযানে কিয়ামত পর্যন্ত সুদকে হারাম করা হয়।
৮. নবম হিজরীর রমযান মাসে তাবুকের যুদ্ধ সংঘটিত হয়।
৯. আটান্ন হিজরীর মাহে রমযানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেন।

 

You may also like