Home ইসলাম নামায নষ্ট করা

নামায নষ্ট করা

by admin
0 comment

নামায নষ্ট করা

মোহাম্মদ আবুল হোসাইন চৌধুরী

 

১.হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন : নামাযকে নষ্ট করার অর্থ পুরোপুরি তরক করা বা বর্জন করা নয়। এর অর্থ হলো নির্দিষ্ট সময়ের পরে পড়া বা কাযা করা।

২. হযরত সাঈদ ইবনুল মুসাইয়াব বলেন : এর অর্থ পরবর্তী নামাযের সময় না এসে পড়া পর্যন্ত নামায বিলম্বিত করা। এটা করতে যে অভ্যস্ত হয়ে যায় এবং এই অভ্যাসের ওপর তাওবা না করেই মারা যায় আল্লাহ তাকে ‘গায়’ নামক স্থানে নিক্ষেপের হুমকি দিয়েছেন। ‘গায়’ দোজখের অত্যন্ত নিচু ও নোংরা একটি গহবরের নাম।

You may also like