Home ইসলাম নামাযের কিছু গুরুত্বপূর্ণ মাসআলাহ

নামাযের কিছু গুরুত্বপূর্ণ মাসআলাহ

by admin
0 comment

নামাযের কিছু গুরুত্বপূর্ণ মাসআলাহ

মোহাম্মদ আবুল হোসাইন চৌধুরী

এক নজরে ফরয, ওয়াযিব ও সুন্নাত সমূহ

ক.  নামাযের বাইরে ৭ (সাত) ফরয (আহকাম) :

১.  শরীর পাক

২. কাপড় পাক

৩.  নামাযের জায়গা পাক

৪.  সতর ঢাকা

৫.  কেবলামুখী হওয়া

৬.  ওয়াক্তমত (সময়মত) নামায পড়া

৭.  নামাযের নিয়ত করা।

খ. নামাযের ভিতরে ৬ (ছয়) ফরয (আরকান) :

১.  তাক্বীরে তাহ্রীমা বলা

২.  দাঁড়িয়ে নামায পড়া

৩.  ক্বিরাত পড়া

৪.  রুকু করা

৫.  দু‘সিজদা করা

৬.  আখেরী বৈঠক।

গ. নামাযে ১৪ (চৌদ্দ) ওয়াজিব :

১.  আলহামদু শরীফ পুরা পড়া

২.  আলহামদুর সাথে সূরা মিলানো

৩. রুকু সেজদায় দেরী করা

৪.  রুকু হতে সোজা হয়ে খাড়া হওয়া

৫.  দুই সেজদার মাঝে সোজা হয়ে বসা

৬.  দারমিয়ানি (প্রথম ও শেষ) বৈঠক

৭.  উভয় বৈঠকে আত্তাহিয়্যাতু পড়া

৮.  ইমামের জন্য ক্বিরাত দিনের বেলায় আস্তে বা রাতের বেলায় জোরে পড়া

৯.  বিতিরের নামাযে দোয়ায়ে কুনুত পড়া

১০. দুই ঈদের নামাযেই ছয় তাকবীর বলা

১১. প্রত্যেক ফরয নামাযের প্রথম দুই রাকা’আতে ক্বিরাত পড়া

১২. প্রত্যেক রাকা’আতের ফরযগুলির তারতীব ঠিক রাখা

১৩. প্রত্যেক রাকা’আতের ওয়াজিবগুলির তারতীব ঠিক রাখা

১৪. اَلسَّلَام ُعَلَيْكُمْ وَرَحْمَةُاللهِ (আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ) বলে নামায শেষ করা।

ঘ. নামাযে সুন্নাতে মুয়াক্কাদা ১২ (বার) টি :

১. দুই হাত উঠানো

২. দুই হাত বাঁধা

৩. সানা পড়া

৪. তা’উজ পড়া

৫. তাসমিয়া পড়া

৬. আলহামদুর শেষে আমীন বলা

৭. প্রত্যেক ওঠা বসায় আল্লাহু আকবার বলা

৮. রুকুর তাসবীহ বলা

৯. রুকু হতে ওঠার সময় সামিআল্ল¬াহু লিমান হামিদাহ (রাব্বানা লাকাল হামদ) বলা

১০. সিজদায় তাসবীহ পড়া

১১. দুরুদ শরীফ পড়া

১২. দোয়ায়ে মাসূরা পড়া তবে দোয়ায়ে মাসুরা সব সময় না পড়লেও নামাজ হয়ে যাবে।

ঙ. নামায ভঙ্গের কারণসমূহ :

১. নামায অশুদ্ধ পড়া, নামাজে কিরাত ও তাসবীহ অশুদ্ধ পড়া

২. নামাযের ভিতর কথা বলা

৩. কোনো লোককে সালাম দেয়া

৪. সালামের উত্তর দেয়া

৫. উহ-আহ শব্দ করা

৬. বিনা ওজরে কাশি দেয়া

৭. আমলে কাছীর করা

৮. বিপদে কি ব্যথায় শব্দ করে কাঁদা

৯. তিন তাসবীহ পরিমাণ সতর খুলে থাকা

১০. মোক্তাদী ব্যতীত অপর ব্যক্তির লোকমা দেয়া

১১. সুসংবাদ ও দুঃসংবাদের উত্তর দেয়া

১২. নাপাক যায়গায় সিজদা করা

১৩. সাংসারিক কোন বিষয়ে প্রার্থনা করা

১৪. খাওয়া ও পান করা

১৫. হাঁচির উত্তর দেয়া

১৬. কিবলার দিকে হতে সিনা ঘুরে যাওয়া

১৭. নামাযে কোরআন শরীফ দেখে পড়া

১৮. ইমামের আগে মোক্তাদীরা দাঁড়ানো

১৯. প্রতি রুকনে দুইবারের বেশি শরীর চুলকানো

২০. নামাযে শব্দ করে হাসা|

You may also like