Home ইসলাম তাকবীরে উলার সাথে নামায পড়া

তাকবীরে উলার সাথে নামায পড়া

by admin
0 comment

তাকবীরে উলার সাথে নামায পড়া

মোহাম্মদ আবুল হোসাইন চৌধুরী

 

১.হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, যে ব্যক্তি চল্লিশদিন পর্যন্ত তাকাবীরে উলার সাথে নামায আদায় করতে পারে, তার জন্য দু’টি ফরমান লিখে দেয়া হয়। প্রথমত: তাকে দোযখ থেকে মুক্ত বলে ঘোষণা করা হয়। দ্বিতীয়ত: এ মর্মে ফরমান দেয়া হয় যে, এ ব্যক্তি মুনাফেক নয়। (জামে আত-তিরমিযী)

আমাদের প্রত্যেকের উচিত নিয়মিত তাকবীরে উলার সাথে জামায়াতে নামায আদায় করা।

You may also like