Home শিক্ষা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা-আইনুদ্দিন আল আজাদ

স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা-আইনুদ্দিন আল আজাদ

by Jafor Salah
0 comment

স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা,
স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা।।
যাহা পেয়েছি তাহা চাইনি আমি,চেয়েছি যাহা পাইনি আমি।।
তাইতো আমি বিদ্রোহী,
আর কথা গুলো বেআইনী।।
স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা,
স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা।।
আজ স্বাধীনতা মানে দূর্নীতিবাজের সিদ্ধহস্ত কলম,
স্বাধীনতা মানে হরতাল ডেকে রাজপথ রাখা গরম।।
এদিকে দ্রব্যমূল্যে আগুন মুখে যায়না ভাত,
সারের লাগি কৃষক মরে অনাহারে কাটে রাত।।
ঐ কৃষকের চোখে করুন চাহনি দেখতে আমি চাইনি।।
তাইতো আমি বিদ্রোহী,
আর কথা গুলো বেআইনী।।

আজ স্বাধীনতা মানে মামার হাতের পান্তাভাত আর মোয়া,
স্বাধীনতা মানে ষীদ মিনারে ফুলের মহড়া দেয়া।।
এদিকে শহীদ মা-জননী ব্যথায় কাতর বুকে,
জ্বীর্ন-শীর্ণ নিস্ব হয়ে মরিছে ধুঁকে ধুঁকে।।
ঐ শহীদ মায়ের করুন কান্না শুনতে আমি চাইনি।।
তাইতো আমি বিদ্রোহী,
আর কথা গুলো বেআইনী।।
স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা,
স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা।।
আজ স্বাধীনতা মানে এফডিসি নামে অশ্লীলতার আসর,
আজ স্বাধীনতা মানে মিডিয়া গুলোর যৌনজ্বরে কাতর।।
মায়ের জাতির অপমান আজি রাস্তায় পথে ঘাটে,
ইজ্জত আব্রূ ঢাকার লাগি বস্ত্র নাহি জোটে।।
ঐ মায়ের জাতির অপমান আমি দেখতে কভু চাইনি।।
তাইতো আমি বিদ্রোহী,
আর কথা গুলো বেআইনী।।
স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা,
স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা।।

আজ স্বাধীনতা মানে লিখনীর নামে ধর্মকে দেয় গালি,
শিক্ষার ঝুলি মাথায় নিয়েও বিবেক দিয়েছে বলি।।
ইচ্ছেমতো আবোল তাবোল বকিছে ধর্মদ্রোহী,
যাহা ইচ্ছে বলবে তাহা স্বাধীনতা এত লহি।।
ঐ স্বাধীনতা মানে ধর্মে আঘাত দেখিতে আমি চাইনি।।
তাইতো আমি বিদ্রোহী,
আর কথা গুলো বেআইনী।।
স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা,
স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা।।

আজ স্বাধীনতা মানে রাজনীতি নামে আকাশচুম্বী বাড়ি,
স্বাধীনতা মানে শুল্ক ছাড়া বিলাস বহুল গাড়ি।।
ফুটপাতে আজো রাত্রি কাটায় অসহায় শিশু-নারী,
মানুষ কুকুর খাদ্য নিয়ে করিছে কাড়াকাড়ি।।
ঐ ক্ষুধিত শিশুর করুন কান্না শুনিতে আমি চাইনি,
ঐ ক্ষুধিত শিশুর হাহাকার কভু শুনিতে আমি চাইনি।
তাইতো আমি বিদ্রোহী,
আর কথা গুলো বেআইনী।।
স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা,
স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা।।
স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা,
স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা।।
যাহা পেয়েছি তাহা চাইনি আমি,চেয়েছি যাহা পাইনি আমি।।
তাইতো আমি বিদ্রোহী,
আর কথা গুলো বেআইনী।।
স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা,
স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা।।

You may also like