Home পিডিএফ আহকামে জিন্দেগী

আহকামে জিন্দেগী

by Jafor Salah
0 comment

মাওলানা হেমেয়ত উদ্দিন
সমস্ত পৃথিবীর মালিক আল্লাহ পাক। তিনিই সবকিছুর স্রষ্টা। তাঁর কোন শরীক নেই। এক বিশেষ উদ্দেশ্যে তিনি মানুষকে সৃষ্টি করে সকলের উপর শ্রেষ্টত্ব দান করেছেন। আর উদ্দেশ্য ও অভিষ্ট লক্ষ্য অর্জন করে শ্রেষ্টত্ব বজায় রাখার যথাযথ ব্যবস্থা স্বরূপ পবিত্র কুরআন নাযিল করেছেন। প্রিয় রাসুল হযরত মুহম্মদ (সাঃ) কে সর্ব শেষ নবী হিসেবে পাঠিয়েছেন। তাঁর একান্ত মেহমান এবং অবিরাম চেষ্টার ফলে চরম বর্বরতার অবসান ঘটে সর্ভতার স্বর্ণযুগ সৃষ্টি হয় এবং এ কথা অকাট্যভাবে প্রমাণিত হয় যে, বিশ্ব মানবতার উৎকর্ষ সাধন, হইকাল পরকালের প্রকৃত শান্তি, নিরাপত্তা এবং সফলতা অর্জন এর এক মাত্র পথ হচ্ছে ইসলাম, আল্লাহ এবং তাঁর রাসুলের প্রতি সঠিক ইমান স্থাপন করা এবং পরিপূর্ণ আনুগত্য করা । এর কোন বিকল্প নেই।

এ কথাও আজ সুস্পষ্ট যে, মানুষ ইসলামী জীবন ব্যবস্থা থেকে যে পরিমান দূরে সরে রয়েছে সে পরিমাণই ধ্বংসের ছোবলে আক্রান্ত হয়েছে, হচ্ছে এবং হয়ে চলেছে। কেবল মুসলমানরই নয় বরং সমস্ত বিধর্মীরাও এ ধ্রুব সত্য অনধাবনে সক্ষম হয়েছে। তাই দেখা যায় যে, এক শ্রেণীর কুচক্রীরা ইসলাম এবং মুসলামানদেরকে নির্মূল করে দেয়ার যতই প্রচেষ্টা চালাচ্ছে ততই বিধর্মীদের মধ্যে ইসলামী জীবন বিধান গতিশীল এবং সম্প্রসারিত হচ্ছে, অসংখ্য অমুসলিম ইসলামের শীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করে চলছে।

You may also like