Home পিডিএফ আহমদ দীদাত রচনাবলি

আহমদ দীদাত রচনাবলি

by Jafor Salah
0 comment

ভারতীয় বংশোদ্ভুত আহমদ দীদাত দক্ষিন আফ্রিকার অধিবাসী। বাল্যকালে তিনি পিতার সাথে দক্ষিন আফ্রিকায় যান এবং সেখানেই স্থায়ীভাবে বসবাস করতে থাকেন। তিনি যে এলাকায় বাস করতেন সেটা ছিল খ্রিষ্টান অধ্যুষিত। এই এলাকার খ্রিষ্টানরা ইসলাম ও মুসলমানদের সম্পর্কে নানারূপ সমালোচনা ও কটুক্তি করতো। তিনি এতে দারুণভাবে মর্মাহত হতেন। কিন্তু প্রতিবাদ করার মতো জ্ঞান ও যোগ্যতা তখন তাঁর ছিল না। এ অবস্থায় তিনি ইসলাম ও খ্রিষ্ট ধর্মের উপর ব্যাপক পড়াশোনা শুরু করেন এবং অল্প দিনের মধ্যেই এ বিষয়ে প্রভূত জ্ঞান ব্যুৎপত্তি লাভ করেন। তাঁর সাথে পাদ্রীদের বহুবর ধর্ম সম্পর্কিত বিতর্ক হয়। এবং প্রতিবারই তিনি তাঁর অসাধারণ জ্ঞান, প্রজ্ঞা এবং বিশ্লেষণক্ষমতা দ্বারা তাদেরকে ইসলামের শ্রেষ্ঠত্ব ও সার্বজনীনতার কথা বোঝাতে সক্ষম হন। জনাব দীদাত ছিলেন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ, অনলবর্ষী বক্তা ও ইসলাম প্রচারক।

ইসলামের বিভিন্ন দিকের উপর ইংরেজি ভাষায় রচিত তাঁর বহু গ্রন্থ রয়েছে। এর মধ্যে থেকে বাংলায় অনূদিত “আল-কুরআন: এক মহা বিষ্ময়কর অলৌকিকতা; আল-কুরআন: এক চূড়ান্ত অলৌকিক মহাগ্রন্থ; হযরত মুহাম্মদ (সা) হযরত ঈসা (আ) এর স্বাভাবিক উত্তরাধিকারী, বাইবেলে হযরত মুহাম্মদ (সা) এবং আরব ও ইসরাইলঃ সংঘাত না সমঝোতা; এ ক’টি পুস্তক আহমদ দীদাত রচনাবলি ” নামে প্রকাশ করা হল।

You may also like