Home পিডিএফ বিশ্বব্যাপি তাবলীগ আমার কাজ

বিশ্বব্যাপি তাবলীগ আমার কাজ

by Jafor Salah
0 comment

হযরত মাওলানা পালনপূরী(রহ)
আল্রাহর ভান্ডারে কোন কিছুর অভাব নেই। সকল শক্তির মালিকতো আল্লাহ। তাঁর শক্তি এত বেশি, দেখুন তিনি একটি মাত্র আদেশ দিয়েছেন আর কত বড় আসমান-জমিন সৃষ্টি হয়ে গেছে। তাঁর শক্তি এত বিশাল, প্রতিদিন তিন লক্ষের বেশি শিশু সৃষ্টি করে পাঠান। প্রতিটি শিশুকে দুটি চোখ চোখ দেন। এভাবে দৈনিক ছয় লক্ষ চোখ সৃষ্টি করেন। অথচ তাঁর ভান্ডারে অভাব নেই । প্রতিটি মানুষের আকৃতি আলাদা। আওয়াহ ভিন্ন। স্বভাব ও আবেগ স্বতন্ত্র। অথচ তাঁর ভান্ডারে অপ্রতুলতর অভিযোগ নেই।

আমাদের দায়িত্ব আল্লাহর শক্তি ও তাঁর শক্তির ভান্ডারের কথা মানুষের কাছে বর্ণনা কর। সারা জগতের মানুষের কাছে বলতে হবে, খুসূসী গাশতে বলতে হবে, উমূমী গাশেত বলতে, তবে গোছালোভাবে বলতে হবে । সুবিন্যস্তভাবে বললে মানুষ আল্লাহ পাককে (রাউযুবিল্লাহ) ঠাট্টা করবে। এ ঠাট্টাবাজির কারণ হব তখন ামরা। সাফ কথা, অত্যন্ত বলিষ্ঠভাবে দাওয়াত দিয়ে যেতে হবে। এ জন্যে প্রশিক্ষণ নিতে হবে। জামাতের সাথে ঘুরতে হবে। মাকামী কাজ গভীর গুরুত্বসহ নিয়মিত করতে হবে। বলিষ্ঠ কন্ঠে নির্ভিকচিত্তে ঘোষণা করতে হবে- আল্লাহর শক্তির কাছে আত্নসমর্পণ কর।
তাবলীগ

You may also like