Home পিডিএফ বিভিন্ন আমলের ফজিলত ও বরকত

বিভিন্ন আমলের ফজিলত ও বরকত

by Jafor Salah
০ comment

আলোচ্য অংশে উক্ত বই এ আলোচনা করা হয়েছে- সুরায়ে ইখলাসের ফজিলত ও বরকত, হাজী আব্দুল ওয়াহাব সাহেবের বয়ানে আলোচিত বিভিন্ন দুআ দূর্লভ উপহার, বিসমিল্লাহ শরীফের ফয়েজ ও বরকত, সকাল-সন্ধ্যায় পাঠিত বিভিন্ন দু’আর অতি উত্তম সংকলন, নির্ভরযোগ্য হাদীসের আলোকে নিদ্রাকালীন মাসনুন জিকির-আজকার, ৯ বার কুরআন শরীফ খতম এবং একহাজার আয়াত পড়ার সাওয়াব, ইসালে সাওয়াব কি, এর গুরুত্ব-ফযীলত, কবরে মৃত ব্যক্তিদের উপকারী জিনিস ইত্যাদি।

You may also like