Home শিক্ষা আমাদের শিক্ষা ব্যবস্থার স্বরূপ হল, আমরা যা পড়ছি তা নিয়ে ভাবছি না

আমাদের শিক্ষা ব্যবস্থার স্বরূপ হল, আমরা যা পড়ছি তা নিয়ে ভাবছি না

by holymind
0 comment

আমাদের শিক্ষা ব্যবস্থার স্বরূপ হল, আমরা যা পড়ছি তা নিয়ে ভাবছি না বা কোনোমতে পাশ করা বা ভূরি ভূরি জিপিএ ফাইভ

আমাদের শিক্ষা ব্যবস্থার স্বরূপ হল, আমরা যা পড়ছি তা নিয়ে ভাবছি না বা কোনোমতে পাশ করা বা ভূরি ভূরি জিপিএ ফাইভ পাওয়া। চিন্তাশক্তি বা কল্পনাশক্তির, পরিশ্রম বা মেধার কোন ব্যবহার বা সমাহার নেই বললেই চলে। আমরা বইয়ের পর বই মুখস্ত করে হোক আর পরীক্ষার অবমূল্যায়ন করেই হোক, জিপিএ এবং পাশের হার শুধু বাড়িয়েই যাচ্ছি। তার মানে বইয়ের, পাশের, পরীক্ষার স্তূপ শুধু উঁচু হয়েই যাচ্ছে, ফলাফলের তালিকায় জিপিএ ফাইভ শুধুই বেড়ে চলেছে, কিন্তু নির্মাণ হচ্ছে না কিছুই। বার বছর ধরে জমানো ইট, বালি, পাথর, লোহা ইত্যাদি যখন পর্বত সমান হয়ে উঠে, তখন হঠাৎ করে একদিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বলা হল, এখন তিনতলায় একটা ছাদ তৈরি কর। তখন ঐ বেচারা ছাত্র, উঁচু পাহাড়ের শিখরে উঠে ছয় মাস বা বছর খানেক পরিশ্রম করে পিটিয়ে কিছুটা সমতল ছাদের মত তৈরি করে নিজেকে ধন্য মনে করে। কিন্তু তাকে কি আদৌ ছাদ বলা যাবে। বা সেটি কোন দালানঘর হবে কি??? তাতে প্রবেশ করার কোন দরজা, বা জানালা থাকল কি? তা আমাদের বাকি জীবনের আশ্রয়স্থল হতে পারে কি?

CTE_Image

সুতরাং মাল মসলা জড়ো হচ্ছে অনেক, কিন্তু মানসিক অট্টালিকা নির্মাণের জন্য যে শিক্ষার দরকার তা বিন্দুমাত্র নেই। হাজার হাজার জিপিএ ফাইভ পাচ্ছি প্রতিবছর কিন্তু তাদের শিক্ষা অন্যদিকে স্তূপ হয়ে ভাগাড়ে পরিণত হচ্ছে। পূর্বে হাতেগোনা কজন সর্বোচ্চ ফলাফলধারী ছাত্রছাত্রী পাওয়া যেত, যাদের দিয়ে কতিপয় অট্টালিকা আমরা তৈরি করতে পেরেছিলাম। কিন্তু হায় আজ একটি অট্টালিকা তৈরির সরঞ্জাম অনেক, কিন্তু কারিগরই নেই। সবচেয়ে ক্ষতিকর দিক হল, এই যে সৃজনশীলতা, কর্মমুখীতা, পরিশ্রমের অভ্যাস নষ্ট হয়ে যাচ্ছে, তাতে করে ভবিষ্যতে অট্টালিকা তো দূরের কথা, কুঁড়ে ঘর তৈরির মত শিক্ষার্থীই খুঁজে পাওয়া দায় হয়ে যাবে।

Collected from Facebook Post of Md Abdul Muhit

You may also like