Home ইতিহাস একুশে ফেব্রুয়ারী

একুশে ফেব্রুয়ারী

by Jafor Salah
0 comment

একুশ আমাদের গর্ব, একুশ আমাদের অহংকার, যা আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রধান বিষয়৷ এ অর্জন পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে যেমন গৌরবময় ভূমিকায় প্রতিষ্ঠিত করেছে – তেমনিভাবে পৃথিবীর অন্যান্য ভাষার সাথে বাংলা ভাষাও তার নিজস্ব মহিমায় অধিষ্ঠিত হয়েছে৷ সুর্য উর্দিত হলেই আমরা হারাবো ভাষার জন্য সাতটি প্রাণ । সেটা আমাদের বিবেকে আসলে আমরা সচেতন হয়ে তাদের কাতারে দাড়াতাম। ভাষা আন্দোলনের সময় কেউ পক্ষে আর কেউ বিপক্ষে ছিল। নিয়মতান্ত্রীক হীন , অসভ্য এই বিবেক হয়েছে লাঞ্চিত অভিশাপ্ত ।

কিন্তু দুঃখের বিষয় শহীদের আত্নার মাগফিরাতের জন্য দোয়া না চেয়ে নাট্য, পরিবেশীত হচ্ছে। আপনি আপনাকেই প্রশ্ন করুন। যদি আজ আপনার ভাই মৃত্যুবরণ করে, তার শোকে আপনি শোকাহত হবেন । যদি আপনার বাড়ির পাশে আরেক জন গান বাজনা নিয়ে, আপনার মৃত ভাইয়ের লাশের পাশে এসে গান বাজনা ফুল দিয়ে অভিন্দন জানায় । আপনি কি স্থীর হয়ে থাকতে পারবেন ? ফুল, গান-বাজনা দিয়ে লাশটিকে অপমানিত করা হচ্ছে । তার জন্য শোক প্রকাশ করা হচ্ছে না। আপনার উচিত আপনার এই ভাইয়ের জন্য দোয়া ও তার পরিবারের কল্যাণে মহান প্রভুর কাছে প্রার্থনা করা।

You may also like