Home প্রযুক্তি আপনি কেন WordPress শিখবেন ?

আপনি কেন WordPress শিখবেন ?

by Jafor Salah
0 comment

আসসালামু আলাইকুম ! আশা করি সবাই ভাল আছেন । আমি তেমন ভাল নাই তবুও আজ আপনাদের মাঝে হাজির হয়েছি WordPress এর কিছু দিকনির্দেশনা নিয়ে । যদি এ অধমের দ্বারা উপকার হন ।
যে কারনে WordPress সবার প্রিয় হয়ে উঠেছে তা নিম্নে প্রদান করা হলঃ
১. খুব সহজেই Web site তৈরি করা যায়। PHP, HTML, CSS যে কোন প্রোগ্রামিং Language ছাড়াই ।
২. কম সময়ে সুন্দর ও মনের মত Web site তৈরি করা যায় বিভিন্ন Plugin দ্বারা।
৩. খুব সহজেই Admin Panel বুঝা যায়।
৪. SEO এর অনেক কাজ করা থাকে ।
৫. গুগল থেকে Theme খুজে খুব সহজেই Setting করা যায়।
৬. PHP, HTML, CSS এবং অন্য আরো কোডিং জানলে WordPress Theme তৈরি করা সহজ ।
৭. অন্যের কাছ থেকে শিখা ছাড়াও youtube, Google থেকে সহজেই শিখা যায়।
৮. WordPress দিয়ে তৈরি সাইটে বা ব্লগে Catagory, Meta, Tag, Navigation যোগ করা যায়, Ping করা, h1 h2 h3 এর কার্যকর ব্যবহার করা যায়।
চলবে এই গুনের কারণে ক্লান্ট এবং সাধারণ প্রোগ্রামারদের কাছে WordPress খুব প্রিয়।

You may also like