Home প্রযুক্তি ইন্টারনেট

ইন্টারনেট

by Jafor Salah
০ comment

internetচলমান এ বিশ্ব বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর। বিজ্ঞান ও প্রযুক্তির উপর ভর করেই দাড়িয়েছে এ বিশ্ব । বর্তমানে এ বিশ্বের সবচেয়ে সাফল্যজনক অাবিস্কার হচ্ছে কম্পউটার। এই কম্পউটারের একটি বিশেষ মাধ্যম হল ইন্টারনেট । উন্নত বিশ্বে এখন এই প্রযুক্তি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এই ইন্টারনেটের সাহায্যে বহু আধুনিক প্রযুক্তি আবিস্কার করে বিশ্বকে দূরত্বহিহীন পৃথিবীতে পরিণত করা হয়েছে ।

ইন্টারনেট কি : বর্তমানে বিশ্ব এক চ্যালেঞ্জের মুখোমুখি অবস্থানে এসে দাড়িয়েছে । এই চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার পেছনে ইন্টারনেট তথ্যবিপ্লব । অতি অল্প সময়ের মধ্যেই বর্তমানে ১৪০টি দেশের প্রায় ৮০ মিলিয়ন মানুষ যুক্ত ইন্টারনেটের সাথে । তারা যুক্ত একটি অভিন্ন নেচওয়ার্কের সাথে । মাকড়সার জালের মতই বিশ্বজুড়ে এর বিস্তার। বিশ্বজোড়া এ মাকড়সার জালই এখন ইন্টরনেট হিসেবে পরিচিত । বিশ্বের যাবতীয় তথ্য সুনিয়ন্ত্রিত উপায়ে অাটকা পড়ছে এ নিচ্ছিদ্র জালে ।

You may also like