Home ইসলাম আরজু ভরা দিল্ -কবি রুহুল আমিন

আরজু ভরা দিল্ -কবি রুহুল আমিন

by Jafor Salah
০ comment

আরজু ভরা দিল্ নিয়ে মোর
যিন্দেগীভর ইন্তেজার
ইয়া মুহাম্মদ নবীয়ে রহমত
দাও গো দাও আমায় দীদার ।।

অস্তাচলে গড়াল বেলা
সাঙ্গ হল এ ভবের খেলা ।
চুম্ব তোমার নূরানী কদম
সেই আসা না পূরল আর ।।

কেউ ফেরে না খালি হাতে
দরবারে নবী তোমার
তবে কেন হবে বিফল তামান্না মোর ইন্তেজার
আমি গুনাগার নাই এতে ভূল
তবু তো উম্মত তব হে রাসুল
তুমি কি পারনা দিতে মুলাকাত
ক্ষমা করে সব ভূল আমার ।।

You may also like