Home প্রযুক্তি Search Engine Optimization (এস ই ও)

Search Engine Optimization (এস ই ও)

by Jafor Salah
0 comment

SEO (Search Engine Optimization)

Link Building SEO

Link Building SEO

আস্সালামু ওয়ালাইকুম ।

আজ আপনাদের জন্য এস ই ও নিয়ে লিখবো আসা করে আপনারা উপকৃত হবেন এই গোলামের দ্বারা । সর্বপ্রথম মানুষ সার্চ ইন্জিন ইউজ করত ইয়াহু, তাদের প্রযুক্তিগত সমস্যার কারনে তারা পিছে পরে যায় । সামনে এগিয়ে আসে Google পৃথিবীর স্বপ্ন দেখায় google আজ এই গুগল এর কারনেই মানুষ পৃথিবীতে সবার সাথে সবাই পরিচিত হতে পেরেছি । কোন কিছু দরকার হলে গুগলকে বললে সে সাথে সাথে তথ্য দিয়ে থাকে ।

সুতরাং গুগল হল একটি রাস্তা। আর এই রাস্তার আসপাশে অনেক বাড়িঘর দোকানপট ইত্যাদি রয়েছে । আমি কারো বাড়িতে কখনো যাইনি রাস্তার সাথে ও পরিচিত নয় তাহলে নিমন্ত্রন করলে যাব কি ভাবে ? যদি রাস্তার ঠিকানা কারো কাছ থেকে সঠিক ভাবে নিয় নিতে পারি তাহলে আমি নিমন্ত্রনকৃত ব্যাক্তির বাড়িতে যেতে পারব । তেমনি ঠিক এসইও আমি যা খুজতেছি তা সঠিক ভাবে খুজলে সাথে সাথে পাওয়া যাবে । আর ভুল খুজলে ও পাব তবে একটু দেরি হবে । রাস্তা চেনা হলেই হল। বিয়ার গেইট দেখলেই সেই বাড়িতে অবস্থান করব । এটা হল Google Adwords ।

এখন আসুন ব্যবসা প্রতিষ্ঠান এরদিকে । আমি আমাদের World Tunes নামে একটা কম্পানি খুলেছি যদি এটার কথা কারো কাছে না বলি বা প্রচার লিফলেট, মাইকিং ইত্যাদি না হয় তাহলে আমার এ কম্পানী মানুষের কাছে পরিছিত হতে অনেক সময় নিবে । যদি আমি আমার কম্পানির প্রচার প্রচারণা মাইকিং, লিফলেট, যার সাথে দেখা হবে তাকে বলি তাহলে আমার কম্পানী জনসাধারনের কাছে পরিচিত হতে সময় নিবে না ।

আর Google এর মধ্যে এই প্রচার প্রচারণাই হচ্ছে OFF-PAGE SEO PROCESSES, যার অর্থ
(i) Articles Submissions
(ii) Press Releases Submissions
(iii) Social Bookmarking
(iv) Web Directories
(v) Blog Posting
(vi) Link Building

ON-PAGE SEO হল আপনার কম্পানীর সার্ভিস সমুহ দোকানে বা অফিসে সুন্দর করে সাজিয়ে রাখা যাতে যে কেউ এসেই সহযে সাভিসটি পেতে পারে । ঠিক তেমনি আপনার ওয়েব সাইটের ডিজাইন এবং ভিজিটর যা চায় তা ঠিক ভাবে পায় কিনা । যদি না পায় তাহলে সে বিরক্ত অনুভব করবে ২য় সময় সে আর আসবে না । যদি ভাল কিছু পায় তাহলে সে আসবে । এই গুলোই হচ্ছে এসইও । আজ আর নয় ধন্যবাদ

You may also like