Home শিক্ষা মাটির বাড়ী মাটির ঘর

মাটির বাড়ী মাটির ঘর

by Jafor Salah
0 comment

মাটির বাড়ী মাটির ঘর, মাটির হবে বিছানা,
আসছ একা যাইবা একা সংগে কেহ যাবে না ।
কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে
যোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে ।
লক্ষ কোটি মুদ্রা ব্যয়ে করছ বালাখানা,
হিরা মণি মুক্তা দিয়ে পলঙ্কের ছামানা।
এমন জায়গায় যাইতে হবে সেই জায়গায় নাই ঠিকানা
এমন ঘরে রইতে হবে সেই ঘরে নাই বিছানা।
এমন জায়গায় যাইতে হবে যেই যায়গায় নাই সাথী
এমন ঘরে রইতে হবে সেই ঘরে নাই বাতি।
কোথাই হাটছো কোথাই চলছ কোথায় যাইবা চলিয়া
এ দুনিয়ার মায়ায় পড়ে যাইওনা তো ভুলিয়া।
দাদা গেছে বাবা গেছে কেউত ফিরে আসবে না,
এমনি ভাবে যাইতে হবে বুঝে কেন মন বুঝনা।
সাধের ছেলে চলিয়া যাবে আরতো আব্বা ডাকবে না,
প্রাণের বিবি ফেলিয়ে যাবে আরতো ঘরে আসবে না।
ধনী থাক গরীব থাক আজরাইল কাউকে ছাড়বে না।

You may also like