Home প্রযুক্তি কম্পিউটারের গতি বাড়াতে কী কী করা প্রয়োজন – ট্রিক্স এন্ড টিপস -১ম পর্ব

কম্পিউটারের গতি বাড়াতে কী কী করা প্রয়োজন – ট্রিক্স এন্ড টিপস -১ম পর্ব

by admin
0 comment

আস্সালামু আলাইকুম ওয়া রহমতউল্ল্যাহ।
ওয়াল্ড টিউন্স থেকে আজ আপনাদের কাছে ট্রিক্স এন্ড টিপস এর উপর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হলাম আমি মো: আনোয়ার হোসেন।।
আশা করছি ধারাবাহিক ভাবে ট্রিক্স এন্ড টিপস এর উপর আলোচনাটি চালিয়ে যাব আপনারা সবাই আমার সাথে থাকবেন।

কম্পিউটারের গতি বাড়াতে কী কী করা প্রয়োজন :images slow computer

  • Run – গিয়ে টাইফ করুন – %temp% তারপর এন্টার চাপুন। একটি উইন্ডো আসবে সেখান থেকে ফাইলগুলো মুছে ফেলুন।

  • Run – গিয়ে টাইফ করুন – temp তারপর এন্টার চাপুন। একটি উইন্ডো আসবে সেখান থেকে ফাইলগুলো মুছে ফেলুন।

  • Run – গিয়ে টাইফ করুন – prefetch তারপর এন্টার চাপুন। একটি উইন্ডো আসবে সেখান থেকে ফাইলগুলো মুছে ফেলুন।

  • Run – গিয়ে টাইফ করুন – tree

  • আপনার কম্পিউটারে যতগুলো ড্রাইভের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে প্রপাটিজ-এ ক্লিক করে Disk Clean –এ ক্লিক করলে কম্পিউটারের গতি বাড়বে।

  • প্রতি সপ্তাহে সময় পেলে আপনি আপনার কম্পিউটারের হার্ডডিক্স এর বিভিন্ন ড্রাইবকে Scandisk / Defragment করুন। এতে কম্পিউটারের গতি বাড়বে।

  • অনেকগুলো প্রোগ্রাম একসাথে চললেও কম্পিউটার আস্তে কাজ করে এতে আপনি Task Manager খুলোন এবং যে যে প্রোগ্রাম আপনার প্রয়োজন নেই তা বন্ধ করুন (যে প্রোগ্রামটি বন্ধ করবেন তাতে ক্লিক করুন এবং End Processes এ ক্লিক)। দেখবেন কম্পিউটারের স্পীড বেড়ে যাবে। যদি কাজ করতে সমস্যা হয় তাহলে আপনি আপনার কম্পিউটারটি Restart – করুন দেখবেন ঠিক হয়ে গেছে।

  • আপনার পিসি সম্পূর্ন চালু না হওয়া পর্যন্ত কম্পিউটারে কোন প্রোগ্রাম চালু করবেন না। এতে কম্পিউটার ধীর গতির হয়ে যায়।

  • যে কোন প্রোগ্রাম Uninstall করার পর Desktop মাউস রেখে কয়েক বার Refresh করুন।images doctor

  • কম্পিউটারের Desktop- এ ভারী কোন ছবি ওয়াল পেপার হিসাবে নির্বাচন করবেন না। এতে কম্পিউটার ধীর গতির হয়ে যায়।

  • Desktop- এ shortcuts বেশী রাখবেন না কারণ এগুলোও Ram এর জায়গা দখল করে। Ram -এ জায়গা না থাকলে Ram – c ড্রাইভ থেকে জায়গা ধার নেয় তাই কম্পিউটার ধীর গতির হয়ে যায়।

  • আপনার কম্পিউটারের Recycle bin Empty করে রাখুন সব সময়। না হয় আপনার কম্পিউটার এর গতি ধীর হয়ে যাবে।

  • এর পরও যদি কম্পিউটার ধীর গতির থাকে তাহলে Ram বাড়িয়ে দেখতে পারেন আশা করি কম্পিউটারের গতি বাড়বে। ।

  • এন্টি ভাইরাস ব্যবহার করা উচিত। ভাইরাস এর কারনেও কম্পিউটার ধীর গতির হয়।

  • কম্পিউটারে UPS ব্যবহার করা উচিৎ। কারন বার বার বিদ্যুত চলে গেলে হার্ডডিক্সে- Error পরে যায় কম্পিউটারে সমস্যা সৃস্টি করে।

  • সব সময় ধুলাবালি মুক্ত রাখুন। কারন ধুলাবালি আপনার কম্পিউটারের মাদারবোর্ডে সমস্যা সৃস্টি করতে পারে।ধুলাবালি প্রসেসরের কুলিং ফ্যানে জমে ফ্যানের স্পীড কমিয়ে ফেলে যা পরবর্তিতে প্রসেসরের সমস্যা সৃস্টি করে।

images speed computer

যাদের কম্পিউটার ধীর গতির তারা উপরের পদ্ধতিগুলো ব্যবহার করে দেখতে পারেন। আশা করি ভালো ফল পাবেন। ধন্যবাদ

ভালো লাগলে শেয়ার করবেন।।

You may also like