Home প্রযুক্তি ইন্টেরনেটের অতীত কথা

ইন্টেরনেটের অতীত কথা

by Jafor Salah
0 comment

internatআস্সালামু ওয়ালাইকুম ! World Tunes এর সকল পাঠক কেমন আছেন ? অনেক দিন পরে লিখতে বসলাম আর তাছাড়া আমাদের ব্লগটিও নতুন । আর আজ নতুন দের জন্য নতুন কিছু নিয়ে আসলাম । তাই আমরা প্রথম থেকেই শুরু করেছি । আজ ইন্টারনেটের অতীত সম্পর্কে কিছু কথা ।
যতদূর জানা যায় ইন্টারনেটের কাজ প্রথম আরম্ভ হয়েছিল আমেরিকার সামরিক দফতরে। আমেরিকার সামরিক বাহিনী তাদের গোপনীয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষন করত কম্পিউটারে। একটি কম্পউটার থেকে আর একটি কম্পউটারগুলোর মধ্যে সংযোগ স্থাপনের উদ্দেশ্যে গবেষনা পরিচালনার জন্য। সেখান থেকে প্রতিষ্ঠিত হয় লোকাল এরিয়া নেটওয়ার্ক সংক্ষেপে এল,এ.এন । এল,এ.এন এর সাফল্য দেখে বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজেদের বিভিন্ন বিভাগ আর প্রশাসনিক দফততরগুলোর মধ্যে স্থাপন করে কম্পিউটার নেটওয়ার্ক

You may also like